ঘরে বসে দেখা যাবে কুসুমের সিনেমা

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। গত অক্টোবর মাসে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’। ছবিটি পরিচালনা করেছেন তিনি নিজেই।

কুসুম সিকদার ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

মুক্তির পর মাল্টিপ্লেক্সের দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। এবার তা মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ফলে ঘরে বসেই দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

কুসুম জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরবের জবা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ১২ ডিসেম্বর বেলা তিনটায় আইস্ক্রিনে প্রচার হবে ‘শরতের জবা’।

প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম সিকদার। ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

মডেলিং, নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি কুসুম সিকদার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ ছবিগুলোয় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এবার তিনি ‘শরতের জবা’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার জন্য আলোচনায় এলেন।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো ‘জবা’র (কুসুম অভিনীত চরিত্র) জীবন নানা সময়ে নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।