‘চক্কর ৩০২’-এর টিকিট সংকট নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে অন্যতম মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। তবে ছবিটি দেখতে চেয়েও টিকিট না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেক দর্শক। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেতা।

সিনেমার মুক্তির আগে থেকেই প্রচারণায় ব্যস্ত ছিলেন মোশাররফ করিম। তবে এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে প্লাস্টার নিয়েই হুইলচেয়ারে বসে সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন তিনি। প্রেক্ষাগৃহে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমের সামনেও হাজির হয়েছেন।

দর্শকদের টিকিট না পাওয়ার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘একটি সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না—এটা খুশি হওয়ার মতো বিষয় নয়। বরং যদি কেউ এতে আনন্দ পায়, তাহলে সেটা মানসিক অসুস্থতা। কারণ, কেবল টিকিট সংকট হলেই সিনেমাটি খারাপ হয়ে যায় না। হতে পারে, সেই সিনেমা বহু বছর দর্শকের মনে জায়গা করে নেবে।’

এরপর মজার ছলে অভিনেতা যোগ করেন, ‘আমাদের সিনেমা হয়তো দীর্ঘদিন টিকে থাকবে না, কিন্তু দর্শক সিনেমাটি উপভোগ করছে—এটাই আমার জন্য বড় পাওয়া।’

Leave a Reply

Your email address will not be published.