চঞ্চলের ‘পদাতিক’র মুক্তির তারিখ ঘোষণা

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। বায়োপিকের নাম ‘পদাতিক’। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অবশেষে চূড়ান্ত হয়েছে ‘পদাতিক’ মুক্তির তারিখ।

সামাজিক মাধ্যমে সৃজিত জানিয়েছেন ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় জীবনের তাই অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে এই সিনেমা।

ভারতের স্বাধীনতা দিবসের দিনটি ভারতবাসীর কাছে গর্বের। তাই মৃণাল সেনের মতো বিশ্ববরেণ্য পরিচালকের বায়োপিক পর্দায় আনার এটাই শ্রেষ্ঠ দিন বলে মনে করেছেন এ সিনেমার পরিচালক সৃজিত।

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমায় মৃণাল সেনের ছ’টি লুকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যা অভিনেতার জীবনের অনেক বড় এক প্রাপ্তি। জীবনের এক কঠিন সময় এই সিনেমার কাজ সেরেছেন চঞ্চল চৌধুরী।

লুক সেট থেকে প্রস্তুতি সবটাই সেরেছেন নিজের বাবা হারানোর ব্যথা বুকে নিয়ে। কিছু বই, মৃণালের পুরনো ইন্টারভিউ, ভিডিও ছিল চঞ্চল চৌধুরীর মৃণাল সেন হয়ে ওঠার চাবিকাঠি।

অন্যদিকে চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলেছেন মনামি। দিনরাত এক করে চালিয়েছেন গীতা সেন হওয়ার প্রস্তুতি।

সিনেমায় মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে। আর সত্যজিৎ রায়ের ভূমিকায় থাকছেন জিতু কমল।

সিনেমায় মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে আসবে। তাই সিনেমাপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘দ্য নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে ‘পদাতিক’। আপাতত সৃজিত মুখোপাধ্যায় এবং চঞ্চল চৌধুরী ‘পদাতিক’ নিয়ে পৌঁছেছেন শিকাগো।