চলচ্চিত্র শিল্পী সমিতি কেন নিপুণের পাশে থাকবে: জয়

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না চিত্রনায়িকা নিপুণের। ধারণা করা হচ্ছিল, গোপনে দেশ ছেড়েছেন তিনি।

তবে শুক্রবার(১০ জানুয়ারি) সিলেট বিমানবন্দরে তার আটকের ঘটনায় জানা গেল, এতদিন তিনি দেশেই ছিলেন।

পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।  তাকে বিদেশে যেতে বাঁধা দেওয়া হলো কেন তা নিয়ে অনেকেই সন্দিহান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে তার দিকে?

সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নিপুণ পরোক্ষভাবে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন সেটা সবাই জানে। তার পাশে কেন চলচ্চিত্র শিল্পী সমিতি থাকবে? তার নামে মামলা আছে। সে অনেক বাজে কাজ করেছে, যার জন্য শিল্পী সমিতিকে সাফার করতে হয়েছে।’

তবে তিনি সাহায্য চাইলে সমিতি তার পাশে দাঁড়াবে জানিয়ে জয় চৌধুরী বলেন, ‘কোনো শিল্পী যদি সাহায্য চান, সমিতি তার পাশে থাকবে। তবে সেটা হতে হবে ন্যায্য দাবির পক্ষে। সমিতি আগেও শিল্পীদের ন্যায্য দাবির পক্ষে ছিল।’

Leave a Reply

Your email address will not be published.