এবারের ঈদে বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। অনেকের কাছে এটি এবারের ঈদের এক নম্বর ছবি।
ছবিটির আইটেম গান ‘চাঁদমামা’ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে গানটির ভিউ ছাড়িয়েছে দুই কোটির বেশি।
‘চাঁদমামা’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা রহমান। গানটিতে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।
দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইনের সঙ্গে একান্ত আলাপে তিনি জানিয়েছেন, ‘বরবাদ’ ও গানটি নিয়ে তার অভিজ্ঞতা এবং শাকিব খানের সঙ্গে কাজ করার অনুভূতি।
নুসরাত বলেন, “এবারের ঈদটা খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে, তবে দারুণ কেটেছে। এর মধ্যেই ‘বরবাদ’-এর খবরাখবর নিয়েছি। জেনে ভালো লাগছে ছবিটি ব্লকবাস্টারের পথে। ‘চাঁদমামা’ গানটি দর্শকরা এত পছন্দ করেছে, এটা জেনে সত্যিই ভালো লাগছে।”
গানটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “ভালো কাজ মানেই ভালো অভিজ্ঞতা। শাকিবের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আমরা ছবির একটি অসাধারণ কম্পোজিশনে পারফর্ম করেছি। গানটি নিজেই খুব চমৎকার, আর দর্শকের ভালোবাসা শিল্পী হিসেবে বড় প্রাপ্তি।”
প্রথমবার গানটি শোনার অভিজ্ঞতা নিয়ে নুসরাত বলেন, “গানটি শুনেই ভালো লেগেছিল। প্রীতম খুব মেধাবী একজন সুরকার। গানটির মধ্যে একটা নস্টালজিয়া আছে—আমরা ছোটবেলায় যেভাবে ‘চাঁদমামা’ বলে চাঁদকে ডাকতাম, সেই অনুভূতিটা ফিরিয়ে এনেছে গানটি।”
২০১৮ সালে শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তখনকার শাকিব ও ‘বরবাদ’-এর শাকিবের মধ্যে পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, “আগেও দেখেছি শাকিব কতটা পরিশ্রমী ও বিনয়ী।
এবার দেখলাম তিনি ১২০ শতাংশ চেষ্টা দিয়েছেন। একজন শিল্পী হিসেবে যেমন, মানুষ হিসেবেও তিনি দারুণ। এজন্যই হয়তো তিনি দু’বাংলার দর্শকের এত ভালোবাসা পেয়েছেন।”
হাসতে হাসতে আরও যোগ করেন, “শাকিব খানের বয়স যেন উল্টো দিকে যাচ্ছে! দিন দিন আরও তরুণ হয়ে উঠছেন, তাকে দেখতে এখন আরও ভালো লাগে।”
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের শাহরীন আক্তার ও ভারতের আজিম হারুণ।
ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও যিশু সেনগুপ্ত। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে ১২০টি প্রেক্ষাগৃহে, আর দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন চলছে ৬০-৭০টি শো।