ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে। তার অকাল মৃত্যুতে বিনোদন পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তবে তার মৃত্যুর কারণ নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। মৃত্যুর আগেও তিনি হাস্যোজ্জ্বল ছিলেন।
সানীর এই হঠাৎ মৃত্যু কেউ মানতে পারছেন না। কারণ তার ঘনিষ্ঠরা দাবি করছেন একেবারেই সুস্থ ছিলেন অভিনেতা।
শাহবাজ সানীর কাছের একজন পরিচালক নাজমুল হুদা ইমন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শাহবাজ সানী আমাদের ছেড়ে চলে গেছেন। কারণ ছিল হার্ট অ্যাটাক। আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন।’
জানা যায়, রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানী। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। মারা যাওয়ার ১০ মিনিট আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এই তরুণ অভিনেতার। গেল কয়েকদিন ধরে বুক ব্যথায় ভুগছিলেন তিনি।
সানীর কাছের একজন নির্মাতা মাসরিকুল আলম। মৃত্যুর সময় সানীর পাশেই ছিলেন এই নির্মাতা। গণমাধ্যমকে সানীর শেষ সময়ের কথা মাসরিকুল জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি যখন গেলাম তখনও সানী ভাইয়ের একটু জ্ঞান আছে। বুকে ব্যথা, চিৎকার করছেন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালেই সব রকমের চেষ্টা করেছি। কিন্তু আর বাঁচানো গেল না।’
মাসরিকুল আরও বলেন, ‘দুই দিন আগে সানী ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছিল, তখন তিনি বলছিলেন যে তার বুকে ব্যথা, কাশি রয়েছে। আমি বললাম, ভাই আপনি একটু ডাক্তার দেখান। পরদিন আবার কথা হলে বললেন, সম্ভবত গ্যাস্ট্রিক থেকে এমনটা হচ্ছিল; ওষুধ খাচ্ছি, এখন সুস্থ। আমি ধারণা করছি, ওই জ্বালাপোড়াটা আসলে উনার মাইনর হার্ট অ্যাটাক থেকে হয়েছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি।’
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানী। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকী পরিচালিত ‘আব্দুল্লাহ’ নাটকে তিনি প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
অল্প সময়ের মধ্যেই দর্শক পরিচিতি পাওয়া সানীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’, ‘নোয়াখাইল্লা’ ইত্যাদি।