চিন্তায় আমার ঘুম হারাম: মাহি

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সবর হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবার সমালোচনা করেছেন তিনি। দেশে ক্রমবর্ধমান অপরাধ কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে সোশাল মিডিয়ায় তার ভেরিফায়েড পেইজ থেকে করা এক মন্তব্যে।

তিনি মন্তব্য করেছেন, চিন্তায় আমার ঘুম হারাম। আর কত?

তিনি আরও বলেন, ‘মানে এত দিন এই মুখোশ পরা মানুষগুলো কোথায় লুকিয়ে ছিল?’ আর এখনই বা কই থেকে বের হয়ে আসল?’

এই পরিস্থিতিতে কি করা উচিৎ তা নিয়ে বিচলিত মাহি লিখেছেন, ‘আমরা কি কিছুই করতে পারব না, স্ট্যাটাস লেখা ছাড়া ?’

Leave a Reply

Your email address will not be published.