ছাত্র-জনতাকে স্যালুট জানিয়ে যে বার্তা দিলেন ফারুকী

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে উল্লাস করছেন লাখো মানুষ। পিছিয়ে নেই তারকারাও। কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সর‍য়ার ফারুকী আনন্দের বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।’

এর সঙ্গে সংযমের বার্তাও দিয়েছেন ফারুকী, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।’

এছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণের পথে এগোনোর কথা যোগ করে দেশের অন্যতম প্রতিভাবান এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো।’