‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানে মজেছে নেট–দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিন দশকের পুরনো একটি গান। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ শিরোনামের এই গানি শোনা যাচ্ছে সবখানে—বিয়ে বাড়ি, বনভোজন থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মেও ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি।

ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতারাও গানটিতে মজেছেন। এছাড়াও নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে। এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা।

গানটির উৎপত্তি:

জানা গেছে, গানটি তিন দশকের পুরোনো। এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান। গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে। গানটির শিল্পীর নাম সত্য অধিকারী।

গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক।

মিউজিক ভিডিওর পটভূমি:

গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন কৃষক প্রেমিক। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিভূতি বিশ্বল।

গানটির বাংলা অর্থ:

প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম/ প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম/ আমি তোমার মাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম/ অনেকবার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি/ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে?/ এটা সত্যিই লজ্জার, ননি।

Leave a Reply

Your email address will not be published.