শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার, আর এখন তিনি ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের একজন—প্রার্থনা ফারদিন দীঘি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে। তার সিনেমার সংখ্যাও বাড়ছে নিয়মিত।
সর্বশেষ ঈদে মুক্তি পায় এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’, যেখানে দীঘি অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে এই নায়িকা।
বর্তমানে অন্যান্য নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে দীঘি শক্ত অবস্থান তৈরি করেছেন প্রেক্ষাগৃহের পর্দায়। দর্শকরাও তাকে গ্রহণ করেছেন সাদরেই। দর্শকের এমন ভালোবাসা আর ইতিবাচক প্রতিক্রিয়াকে নিজের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
‘জংলি’ মুক্তির সময় হলে হলে ঘুরেছেন দীঘি। সরাসরি দর্শকদের ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়ে তিনি আপ্লুত। এক সাক্ষাৎকারে দীঘি বলেন, “অনেক বছর পর ঈদে আমার সিনেমা ‘জংলি’ মুক্তি পেয়েছে। দর্শকদের ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই অভিভূত। তারা আমাকে মনে রেখেছেন, আমার চরিত্রকে ভালোবেসেছেন—এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “হল পরিদর্শনের সময় দেখেছি কেউ কাঁদছেন, কেউ কাহিনির সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন। এতে বুঝতে পেরেছি, আমাদের তৈরি গল্পটি সত্যিই দর্শকের মন ছুঁয়েছে।”
চলচ্চিত্রপ্রেমী দর্শকদের এমন ভালোবাসা দীঘিকে ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রাণিত করছে।