‘জংলি’ সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নাইন্টিজ কিড: সিয়াম

আসছে ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় আলোচিত যে কয়েকটি ছবি রয়েছে তার মধ্যে ‘জংলি’ অন্যতম। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও শবনম বুবলীর অভিনিত এই সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হলো।

মুক্তির পর থেকে ‘জংলি’র টিজারের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুসারী আর ইউটিউবাররা। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার দেখে অনেকেই সিনেমাটির গল্প নিয়ে প্রেডিকশন করেছেন। ধারণা করা হচ্ছে, ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা এবারের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

এদিকে সদ্য প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন গান ‘বন্ধু গো শোনো’। যেখানে জমে উঠেছে সিয়াম-বুবলীর রোম্যান্স। সিনেমার সেই গান দর্শকদের মনে আগ্রহের জায়গা করে নিয়েছে। তবে গানটির পেছনে হাত রয়েছে বেশ কিছু নামি শিল্পীর।

‘বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো’— এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নব্বই দশকের জনপ্রিয় সুরকার ও লেখক প্রিন্স মাহমুদ। বলা বাহুল্য, এই শিল্পী নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।

এর আগে প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’। দ্বৈত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।

সম্প্রতি প্রিন্স মাহমুদসহ এ গানের সঙ্গে কাজ করা সব শিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিয়াম আহমেদ। অভিনেতা বলেন, ‘বন্ধু গো শোনো’ গানটিতে থাকা সবাই নব্বই দশক প্রজন্মের। এর ফলে গানটিতে একটি ‘নাইন্টিজ’ ভাইব আছে বলে মত তার।

সেই পোস্টে সহশিল্পী বুবলীকে নিয়ে শুরুতে সিয়াম বলেন, আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। আবার ‘জংলি’ সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না।

সিয়াম আরও লিখেছেন, সেই সময়ের সিনেমা, সেই সময়ের গান, সেই সময়ের সরলতা— সব কিছু এখনো খুব আপন লাগে। সেই সময়কে যিনি ধারণ করেন, সেই সময়কে যিনি রিপ্রেজেন্ট করেন, সেই প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরাই তাকে আবদার করি— নাইন্টিজের মতো

সহজিয়া কথা ও সরল সুরের একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন বন্ধু গো শোনো গানটি।

ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা গানটি গেয়েছেন। ‘জংলি’ সিনেমায় গান রয়েছে চারটি। এটিই প্রথম কোনো সিনেমা, যার সব গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ।