কয়েক বছর ধরে ব্যবসায়িকভাবে দক্ষিণী ভাষার সিনেমা বলিউডের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। এমনকি অন্যান্য আঞ্চলিক বেল্টেও দাপটের সঙ্গে ব্যবসা করছে দক্ষিণী সিনেমাগুলো। শুধু তাই নয় বলিউড অনেক তারকাও দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেই ঝুঁকছেন। এমন অবস্থায় শাহরুখ খানের হাত ধরে এবার দৃশ্যটা উল্টে গেল। বলিউড বাদশার হুঙ্কারে পিছু হটল দক্ষিণী সিনেমা ‘সালার’।
জানা গেছে, বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। তবে সেই সিনেমা মুক্তি পেছাচ্ছে। নির্মাতারা যদিও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি। তবে সিনেমা পাড়ার খবর— উন্নতমানের ভিএফএক্সের জন্য নাকি ‘সালার’র মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।
কিন্তু আচমকাই রিলিজের আগে দক্ষিণী সিনেমার পিছু হঠাকে অন্যভাবে দেখছেন বলিউডের একাংশ। তাদের দাবি, শাহরুখের ‘জওয়ান’ যেহেতু ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, তাই লোকসানের ভয়ে ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, পরিচালক প্রশান্ত নীল নিজেও নাকি ‘সালার’র মুক্তি পিছনোতে ক্ষুব্ধ হয়েছে। ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকাও রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের মুখেই পিছু হটেছে প্রভাসের ছবি।
সম্প্রতি চেন্নাইয়ের কিং সাইজ ইভেন্টে বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াইয়ের রাশ একা হাতেই টেনে সমান করেছেন শাহরুখ। ‘জওয়ান’ সিনেমার মিউজিক লঞ্চের আসরে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। এবার সেই দাপটেই হয়তো লোকসানের ভয়ে ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে প্রভাসের ক্যারিয়ারে চলছে দুঃসময়। পর-পর ফ্লপ সিনেমার মধ্যেই ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক-নিন্দাও কম হয়নি। এবার বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে ধরা দিয়েছিলেন। শোনা যাচ্ছে, ‘সালার’ মুক্তি পাবে ২০২৪ সালে।