‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি’

জাতীয় না স্থানীয় সরকার নির্বাচন; সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠে সবচেয়ে বড় প্রশ্ন এটি। অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নানা সময় মন্তব্য করলেও সেটি কোনোভাবেই হতে দিতে চাই না বিএনপি ও এর সহযোগী দলগুলো। এবার বহুল আলোচিত এই ইস্যুতেই মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরী বলে মনে করেন এই সংগীতশিল্পী। যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও দিয়েছেন তিনি।

পোস্ট তিনি উল্লেখ করেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি।’

আসিফ আকবরের কথায়, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’

সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই আসিফের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। ইমন খান নামে এক নেটিজেন লিখেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। এই কাজটা হলে ভবিষ্যতে স্বজনপ্রীতি থাকবে না।’

আরেকজনের ভাষ্য, ‘দলের প্রতি অন্ধভক্ত না হয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করায় আপনার প্রতি ভালবাসা আরও বেড়ে গেল।’ আরাফাত নামে এক নেটিজেন বলেন, ‘আপনার সাহসী কণ্ঠস্বরের জন্য গর্ববোধ করছি। জাতির সাথে যখনই অন্যায় হবে তখনই আপনাদের বলিষ্ঠ কণ্ঠগুলো গর্জে উঠুক।’

রাকিব আল হাসান নামে একজন আসিফের সঙ্গে সহমত পোষণ করে কমেন্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচন কেন আগে চাই?

আমরা এখন পর্যন্ত এই অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রম যতটুকু দেখেছি তাতে খুব ভালো কিছু দেখতে পাইনি। তাই আমরা চাই আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এতে আমরা ও দেশের জনগণ বুজতে পারবে এই অন্তবর্তীকালীন সরকার কতটা নিরপেক্ষ নির্বচন করতে সক্ষমতা অর্জন করেছে। যেহেতু জাতীয় সরকার নির্বাচন একদিনে হবে আর স্থানীয় সরকার নির্বচন কয়েটি ধাপে হবে তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সরকারও বুঝতে পারবেন তাদের কোথায় কি কি ভূল আছে, কি কি গ্যাপ, আছে, কোথায় কোথায় আর কঠোর পদক্ষেপ নেয়া দরকার।

একই সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসর সেখানে কি ভুমিকা রাখে তাদের বিষয়ে জনগণের প্রতিক্রিয়া বুঝতে পারবেন।

তাই সকল বিষয় মাথায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published.