জুলাইয়ের শেষ দিক অনুষ্ঠিত হবে চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন

চলতি মাসের ২৬ তারিখ এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশের—সিডাব) নির্বাচন।

২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনে দুইটি প্যানেল অংশ নিচ্ছে। কাজী মনির-মাজহার বাবু পরিষদ ও খায়রুল বাশার-আলমগীর রতন পরিষদ। এই দুই প্যানেলে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৬ জন।

সিডাবের এই নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরন। আরও আছেন রাশেদ চৌধুরী ও মো. সালাউদ্দিন।

নির্বাচন কশিনার শাহ আলম কিরন বলেন, ‘আজকের সহকারী কালকের পরিচালক। আমরা অনেকেই সহকারী পরিচালক সমিতির সদস্য ছিলাম, সেখান থেকেই আজ পরিচালক হয়েছি। আমরা বিশ্বাস করি, আগামী দিনেও ভালো পরিচালক বেরিয়ে আসবে এই সমিতি থেকে। আমি চেষ্টা করব, সঠিকভাবে দায়িত্ব পালন করতে। আশা করি বিগত দিনের মতোই আসন্ন নির্বাচনও সঠিকভাবে করতে পারব।’

১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সে সময় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

Leave a Reply

Your email address will not be published.