জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’

 

জুলাই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দ্য রিমান্ড’। আশরাফুর রহমানের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।

এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘দ্য রিমান্ড’। ৩০ ডিসেম্বর সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড ছবিটি দেখেছে। অজ্ঞাত কারণে এখনো সনদপত্র পায়নি। বোর্ডের সদস্যরা শিগগিরই সিনেমাটি ছাড়পত্র দিবেন বলে আশাবাদী প্রযোজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন।

সম্প্রতি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রটির অংশ বিশেষ প্রদর্শনের লক্ষ্যে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও আগ মুহূর্তে বাধা দেন বাংলা একাডেমির ডিজি।

এ প্রসঙ্গে অভিনেতা আবির চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটা বাঙালিদের অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুর রহমান ভাই সিনেমাটি নির্মাণ করেছেন। আমি এই সিনেমার একটা অংশ হতে পেরে গর্বিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘ওরা ১১ জন’ যেমন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে, আগামী প্রজন্মের কাছেও ‘দ্য রিমান্ড’ জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। প্রযোজক চান সিনেমাটি দ্রুত সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। সেই তোড়জোড়ও চলছে।’

আক্ষেপ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বাংলা একাডেমিতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বন্ধ করা দেওয়া হয় অজানা কারণেই। অন্যদিকে, সেন্সর বোর্ডও সনদ দিচ্ছে না। আমরা দর্শকদের সিনেমাটি দেখাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published.