ঝড় তুললো শাকিবের ‘চাঁদ মামা’

ঝড় তুললো ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদের আইটেম গান চাঁদ মামা।  শাকিব খানের সঙ্গে দর্শকদের মাতিয়েছেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান। শুক্রবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ গান প্রকাশ পায়।  

৩ মিনিট ৩ সেকেন্ডের এই গানটি লিখেছেন এবং সুর-সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

এর আগে গত মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়। যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে প্রশংসায় মেতে ওঠে দুই বাংলার দর্শক।

তাদের অনেকের মন্তব্য, শাকিবের ‘লাগে উরাধুরা’র মতোই কিছু একটা হয়েছে। এমনকি সেটিকে ছাড়িয়েও যেতে পারে ‘চাঁদ মামা’!

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা গেল এই আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

Leave a Reply

Your email address will not be published.