টিকিট বিক্রির পরও হাবিবের কনসার্ট স্থগিত

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করা হয়েছিল ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের ব্যতিক্রমী একটি কনসার্ট। যেখানে গভীর সমুদ্রের বুকে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের।

সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণাও ছিল লক্ষ্য করার মতো। কিন্তু হঠাৎ কনসার্টটি স্থগিত বলে ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আজ (১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‌‘‘প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‌‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেবো।’’

এদিকে, ইতোমধ্যে কনসার্টটির জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছিল। তারা জানান, কনসার্টটি আপাতত পেছানো হয়েছে। পরবর্তী তারিখ জানাবেন আয়োজকরা। তবে এই কনসার্টের টিকিট বিক্রিতে কেমন সাড়া পাওয়া গিয়েছিল—জানতে চাইলে এ বিষয়ে কিছুই জানাতে চায়নি টিকিফাই।

Leave a Reply

Your email address will not be published.