নতুন লুক হাজির হয়ে চমকে দিলেন অভিনেতা নিরব । আসন্ন “অমানুষ” সিনেমার ট্রেলার মুক্তির পর সিনেমাপ্রেমীরা অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহে দেখার ।
ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। ২ মিনিট চার সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ডাকাত দলেরা একটি বনকে অশান্ত করে তুলেছে। অনন্য মামুনের সিনেমায় মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুকেও দুর্ধর্ষ রূপ দেখা গেল ট্রেলারে।
এই ছবিতে নিরবের বিপরীতে জুটি হয়েছেন মিথিলা। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা।
আগামী ১৭ জুন সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।
