টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। এরই মধ্যে খবর পেলেন, তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ যাচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ সিনেমা জায়গা করে নেওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন বলেন, ‘ভীষণ ভালো লাগা কাজ করছে। অনেক খুশি আমি। “সাবা” সিনেমার পুরো টিম খুশি। ডাবল উত্তেজনা কাজ করছে।’
মেহজাবিন বলেন,”সাবা” সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র দেশের বাইরে পরিচিতি পাচ্ছে। আরও অনেকের সিনেমা দেশের বাইরে যাচ্ছে। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক। কেননা, বিদেশে আমাদের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করছে।’
তিনি বলেন, ‘এভাবেই বিদেশে আমাদের সিনেমা জায়গা করে নেবে। আরও আগে থেকে যদি বেশি বেশি সিনেমা বিদেশে যেতো, তাহলে আরও ভালো হতো।’
মেহজাবিন আরও বলেন, ‘আমরা বাংলা ভাষার সিনেমা নিয়ে বিদেশে যাচ্ছি, ওরা আমাদের কালচার বুঝতে পারছে, আমাদের কালচার সম্পর্কে জানছে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা বড় দিক।’
টরন্টোতে প্রথম প্রিমিয়ার বিষয়ে গুণী এই অভিনেত্রী বলেন, ‘ওখানে এবারই প্রথম আমি দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে আপন করে নিচ্ছে। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।’
‘সত্যি কথা বলতে, মা-মেয়ের সম্পর্ক তো ইউনিভার্সাল। এটা সবাই বোঝে,’ যোগ করেন তিনি।
বুসান চলচ্চিত্র উৎসবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ইচ্ছে আছে। দেখি কী হয়। যেতে পারলে ভালো লাগবে।’
‘সাবা’ বাংলাদেশে কবে নাগাদ মুক্তি পেতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি আগামী বছর মুক্তি পাবে। তখন আমাদের দেশের দর্শকরা দেখতে পারবেন।’