গাজার প্রতি সমর্থন জানিয়ে রাজধানী ঢাকায় ‘টু গাজা ফ্রম ঢাকা’ শীর্ষক চ্যারিটি কনসার্টে গাইবেন ঢাকার সংগীতশিল্পীরা। শুক্রবার (২৪ নভেম্বর) ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়টারে এই কনসার্ট আয়োজন করেছে আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট।
এতে গাইবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি ও মুনফ্লাওয়ার। শিল্পীদের মধ্যে গাইবেন—মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য ও আহমেদ হাসান সানি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।
শুরুতে এ কনসার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে হওয়ার কথা ছিল। তবে পরে ভেন্যু বদল করা হয়।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।
এটি একটি চ্যারিটি কনসার্ট। এর টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা
গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এ দেওয়া হবে বলে জানা গেছে। আয়োজকদের আশা এ অর্থ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো যাবে।