বহির্বিশ্বে তারকাদের কাজের পাশাপাশি তাদের পারিশ্রমিক নিয়েও দর্শকদের কৌতূহল থাকে। হলিউড বা বলিউডে তারকাদের পারিশ্রমিকের তথ্য সাধারণত প্রকাশিত হলেও ঢালিউডে তা বেশ গোপনীয়। প্রযোজক ও তারকারা এ বিষয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও ঘনিষ্ঠ সূত্রে কিছু তথ্য মাঝে মাঝে সামনে আসে।
সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সিনেমাপ্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন।
তবে বিশ্বস্ত সূত্র বলছে, এই তথ্য ভিত্তিহীন। বাস্তবতা হলো, ঢালিউডে নায়কদের পারিশ্রমিক নানা কারণে ওঠানামা করে। গল্পের মান, প্রযোজকের সঙ্গে সম্পর্ক কিংবা সিনেমার বাজেটের ওপর ভিত্তি করেই অনেক সময় তারা পারিশ্রমিক সমন্বয় করে থাকেন।
নতুন কয়েকটি প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শাকিব খান এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নেননি। ‘প্রিয়তমা’ সিনেমায় তিনি নিয়েছেন ৩৫ লাখ টাকা, যা পরবর্তীতে ‘রাজকুমার’-এ বেড়ে দাঁড়ায় ৬৫ লাখে। এরপর ‘দরদ’ সিনেমায় ৭০ লাখ এবং ‘তুফান’-এ ৮০ লাখ টাকা পারিশ্রমিক পান।
‘বরবাদ’ সিনেমার জন্য শুরুতে ৮০ লাখে চুক্তি হলেও, মুক্তির সময় পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রায় ৯৫ লাখে। সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে ধরা হচ্ছে তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর জন্য, যেখানে তিনি নিয়েছেন ৯০ থেকে ৯৫ লাখ টাকার মধ্যে।
শাকিব খানের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা আফরান নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এবং দ্বিতীয় সিনেমা ‘দাগি’-তে তিনি নিয়েছেন ৩০ লাখ টাকা করে।
অন্যদিকে, জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘জংলি’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি। জানা গেছে, তিনি সিনেমাটি থেকে লাভের একটি নির্দিষ্ট অংশ নেবেন। সাধারণত তিনি সিনেমাপ্রতি ১৫-২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভ এবং চিত্রনায়ক শরিফুল রাজ দুজনেই সিনেমাপ্রতি নিচ্ছেন ১৫ লাখ টাকা করে। রাজের ‘ওমর’ সিনেমার জন্যও তিনি এই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর পারিশ্রমিক ৫ থেকে ১০ লাখ টাকার মধ্যে। সাইমন সাদিক, নিরব এবং ইমন নিচ্ছেন ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। আদর আজাদ ও জিয়াউল রোশানের পারিশ্রমিক সিনেমাপ্রতি প্রায় ৫ লাখ টাকা।
এই প্রতিবেদনে উঠে এসেছে ঢালিউডের বর্তমান নায়কদের পারিশ্রমিকের বাস্তব চিত্র, যা দর্শকদের কৌতূহল মেটানোর পাশাপাশি ইন্ডাস্ট্রির আর্থিক দিকও তুলে ধরে।