যারা মানুষের পেছনে লেগে থাকে এবং সুযোগ পেলেই কুৎসা রটায়, নিন্দার ঝড় বইয়ে দেয় তাদের উদ্দেশে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
চয়নিকা তার পোস্টে বলেন, যারা পরিচালককে ভালোবাসেন শুধু তাদেরই নয়, যারা অকারণে আঠার মতো পেছনে লাগেন, নিন্দা করেন তাদেরও ভালোবাসেন চয়নিকা।
এর কারণে হিসেবে চয়নিকা জানান, নিন্দুকের এ কাজের মাধমে তিনি সহজেই মানুষ চিনতে পারেন। এ কারণে চয়নিকার ক্ষতির চেয়ে লাভ আর উপকারই বেশি হয়।
চয়নিকার পোস্টটি তারকা সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো:-‘যারা আমাকে ভালো বলেন, আর আমার কাজের প্রশংসা করেন তারা আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, সম্মান করেন, আমার ভালো চান, সেটা আমি জানি।
কিন্ত যারা আমাকে নিয়ে মন্দ বলেন, অকারণে পেছনে লাগেন তারাও আমার হয়ত ভালো চান এবং আমার উপকারও করেন।
কারণ, আমি তখন নিজেকে চিনি আর মানুষও চিনি। তাদের জন্যে খুব মায়া হয়,করুণা হয়। কারণ, তাদের পারিবারিক শিক্ষার অভাব। আর বেচারাদের তো এসব করা ছাড়া আর দুনিয়ার কোনো কাজ নেই তাই।
তারপরেও মনে মনে বলি, তাদের ভালো হোক। কারণ,কাউকে ছোট করে কোনদিন কেউ বড় হতে পারে না। কখনই না।
তিঁনি উপরে আছেন, সব কথা তাঁর সাথে আমার। প্রকাশ্যে সবার সাথে নয়। যাদের কাছে আমার কৃতজ্ঞতা তাদের আমি আজীবন মনে রাখি।
ভালো যা কিছু তার আর তাদের কাজের, আমি প্রশংসা করবই। আর এটাই আমার পারিবারিক শিক্ষা আর দীক্ষা।
সবাই দেশের নাটক দেখবেন, দেশের চ্যানেল দেখবেন এবং দেশের সিনেমা দেখবেন প্লিজ।
সবার মঙ্গল হোক, সবার জন্য শুভ কামনা। আমাকে যারা ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, প্লিজ প্রার্থনায় রাখেন। কাজই আমার একমাত্র প্রেম, শক্তি আর ভালোবাসা।’