‘তিনটা জিনিস সম্পর্ককে মধুর করে’

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন লামিমা লাম।

সম্প্রতি নির্মাতা রানার ‘এতদিন কোথায় ছিলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল।

নির্মাতা রানা বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সব বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি।

তিনি বলেন, গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন।

অভিনেত্রী বলেন, ত্যাগ, বিশ্বাস আর ধৈর্য এই তিনটা জিনিস একটি সম্পর্ককে কতটা মধুর করে, কতটা আপন করে তা নিয়ে এতদিন কোথায় ছিলের গল্প।

‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এই সময়ের ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.