দিন কয়েক আগে হঠাৎ-ই টিজারে আত্মপ্রকাশ করল যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। তার রেশ না ফুরাতেই রোববার যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রিভিউ কমিটিতে জমা পড়েছে।
জানা গেছে, বুধবার কমিটি সিনেমাটি দেখবে। খবরটি নিশ্চিত করেছেন প্রিভিউ কমিটির চেয়ারম্যান ও বিএফডিসির এমডি মো. আমির হোসেন।
তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সিনেমাটি দেখার কথা ছিল। কিন্তু বেশকিছু মিটিং পড়ে যাওয়ায় বুধবার দেখব।’
প্রিভিউ কমিটির ছাড়পত্র পেলে ‘তুই শুধু আমার’ সেন্সর বোর্ডে জমা পড়বে।
ঈদে আমদানিকৃত উপমহাদেশীয় সিনেমা মুক্তি না দেওয়ার আপিল বিভাগের রায়ের পর ‘তুই শুধু আমার’ হুট করে আলোচনায় আসে। ধরা হচ্ছে এটি ঈদে মুক্তি দেওয়া হবে। কারণ অতীতে দেখা গেছে ঈদের ২-৩ দিন আগে বিশেষ বিবেচনায় সিনেমা সেন্সর করাতে।
বিষয়টি নিয়ে সিনেমাটির বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুনের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার সিনেমা শুটিং শেষে প্রিভিউ কমিটি জমা দিতে হয়, কোন নিয়মনীতি ভাঙ্গা হয়েছে কিনা দেখার জন্য। আমরা সেটাই করেছি। আর মুক্তির ব্যাপারটি প্রযোজক সিদ্ধান্ত নেবেন।’
‘তুই শুধু আমার’-এর পরিচালক তালিকায় আরো আছেন জয়দীপ মুখার্জী। অভিনয় করেছেন মাহিয়া মাহি, সোহম ও ওম।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ২৫ সেকেন্ডের টিজার বেশ প্রশংসিত হয়েছে।
‘তুই শুধু আমার’ প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট