তৌসিফের ‘লাভ মি মোর’

হালের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নতুন নাটক ‘লাভ মি মোর’। এই নাটকটিতে তার নায়িকা তিনজন।

নাটকে প্রথমবার তার নায়িকা হয়েছেন নিদ্রা দে নেহা, শরীফ ফারজানা বুশরা ও তাবাসসুম ছোঁয়া। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ঈদ উপলক্ষে তৈরি হয়েছে এটি।

গল্পে দেখা যাবে– রিধি (নিদ্রা), ফাইজা (বুশরা), মেধা (ছোঁয়া) তিন তরুণী উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা একে অপরের ভালো বন্ধু। তিন জন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুদর্শন ও মার্জিত রাদিফের (তৌসিফ) প্রেমে পড়ে তিন তরুণী। নিজের ব্যবসা শুরু করতে রাদিফের স্বপ্নপূরণে তাকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় তিন তরুণী। কিন্তু রাদিফের জীবন ও উদ্দেশ্যগুলো তাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল হয়ে ওঠে। এ কারণে তাদের বন্ধুত্ব ও বিশ্বাস পরীক্ষায় পড়ে।

তিন নতুন নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘নিদ্রা, বুশরা ও ছোঁয়া তিনজনই মেধাবী। তারা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথমবার তাদের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনজনই হাসিখুশি আর আন্তরিক। পরিচালক বাপ্পি আমাদের সবার উপস্থিতি গুরুত্বপূর্ণ এমন একটা গল্প ভেবেছে। দর্শকরা নাটকটি উপভোগ করবেন আশা করি।’

‘লাভ মি মোর’ লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি জানান, ২০২৩ সালে বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘লাভ মি টু’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘লাভ মি মোর’। আগের নাটকে প্রধান নায়ক ছিলেন তৌসিফ মাহবুব। এবারও তিনিই কেন্দ্রীয় চরিত্রে।

বাপ্পি বলেন, “দর্শকদের বিনোদন দিতে ‘লাভ মি মোর’ নাটকটি বানিয়েছি। এর মূল বিষয়বস্তু হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। নাটকটি দেখলে দর্শকরা একটু সচেতন হলেও আমাদের পরিশ্রম সার্থক হবে।”

তিন নতুন নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘নিদ্রা, বুশরা ও ছোঁয়া তিনজনই মেধাবী। তারা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথমবার তাদের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনজনই হাসিখুশি আর আন্তরিক। পরিচালক বাপ্পি আমাদের সবার উপস্থিতি গুরুত্বপূর্ণ এমন একটা গল্প ভেবেছে। দর্শকরা নাটকটি উপভোগ করবেন আশা করি।’

‘লাভ মি মোর’ লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি জানান, ২০২৩ সালে বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘লাভ মি টু’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘লাভ মি মোর’। আগের নাটকে প্রধান নায়ক ছিলেন তৌসিফ মাহবুব। এবারও তিনিই কেন্দ্রীয় চরিত্রে।

বাপ্পি বলেন, “দর্শকদের বিনোদন দিতে ‘লাভ মি মোর’ নাটকটি বানিয়েছি। এর মূল বিষয়বস্তু হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। নাটকটি দেখলে দর্শকরা একটু সচেতন হলেও আমাদের পরিশ্রম সার্থক হবে।”

Leave a Reply

Your email address will not be published.