থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ণিল এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এই আয়োজনে হাজারো মানুষ অংশ নেন, যাদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বর্ষবরণের আমেজ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই আনন্দ ভাগাভাগি করে নেন। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম থাইল্যান্ড থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেন।

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা — শুভ নববর্ষ।’ তিনি একটি ভালোবাসার ইমোজিও যুক্ত করেন। ছবিগুলোতে দেখা যায়, তিনি ফুলের বাগানে নববর্ষের সাজে ও মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন। ভক্তরা কমেন্টে শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে।

শোভাযাত্রায় মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় ঢুকে পড়ে উৎসবের রঙ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যবহার করা হয় ফিলিস্তিনের পতাকা ও তরমুজের প্রতীকী মোটিফ।

আয়োজনে ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়—এর মধ্যে ছিল ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। এবারের শোভাযাত্রার মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়াও পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপও ছিল বিশেষ আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published.