ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এই সিনেমার টিজার নজর কাড়ে। দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও সাসপেন্স চোখে পড়ে।
শাকিব খান, সোনাল চৌহান ছাড়া ‘দরদ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকেই।
যৌথ প্রযোজনার এই ছবিটি শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে।
ছবিটির একের পর এক চমক প্রকাশের পর বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকমনে।
এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।
যদিও অনন্য মামুনের এমন আকাঙ্ক্ষা অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্য অধিকাংশই হিন্দিতে ডাব করার পক্ষে মত দিয়েছেন। অনন্য মামুন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই..আপনাদের মতামত কি?’- উত্তরে মন্তব্য ঘরে অনেকের মন্তব্য ছিল, ‘একমত’।
একজন লিখেছেন, ‘যদি হল মালিকরা চায় তাহলে দিতে পারেন, তবে গ্রামের হল গুলোতে বাংলা ভাষাতে ভালো হবে।’
আরেক নেটিজেন লিখেছেন, দারুণ, তবে ডাবিং ভালো করার নিশ্চয়তা দিলে ঠিক আছে।
আরেকজন একজন লিখেছেন, চিন্তাটা ভালো।