দর্শকের ভালোবাসায় ‘জংলি’র জয়যাত্রা: স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হলো শো সংখ্যা

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাওয়ায়, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো-এর সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রথমদিকে নানা কারণে ‘জংলি’র শো ছিল সীমিত। ফলে অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবশেষে শো বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “জংলি একটি গল্পনির্ভর সিনেমা। ঈদের এক সপ্তাহে দর্শকের মুখ থেকেই এর প্রমাণ মিলেছে। সবাই পরিবার নিয়ে হলে এসে ছবিটি উপভোগ করছেন। কেউই কোনো নেতিবাচক মন্তব্য করেননি। প্রথমে সাতটি শো দেওয়া হলেও সবগুলো অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছিল। তারপরও শো বাড়ানো হচ্ছিল না। অথচ দর্শক চাহিদা সবচেয়ে বেশি ছিল ‘জংলি’র। অবশেষে শো সংখ্যা দ্বিগুণ হয়েছে।”

অভি আরও বলেন, “আমি আগেই বলেছি ‘জংলি’ লম্বা রেসের ঘোড়া। পরিবারের সব সদস্যদের নিয়ে দেখার মতো একটি সিনেমা। দর্শকদের ভালোবাসায় এটির শো আরও বাড়বে বলে আমার বিশ্বাস।”

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন ‘জংলি’র মাত্র ৭টি শো ছিল। দ্বিতীয় দিনে সেটি বেড়ে হয় ৯টি। চতুর্থ দিনে কমে গিয়ে দাঁড়ায় ৬টিতে। তবে অষ্টম দিনে শো সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮টিতে, আর নবম দিনে এসে হয় ১৪টি—যা মুক্তির দিনের দ্বিগুণ।

সিয়াম আহমেদ, বুবলী, দীঘি ও শিশু শিল্পী নৈঋতা অভিনীত ‘জংলি’ মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে গল্প ও অভিনয়ের জন্য। সিয়াম বলেন, “‘জংলি’ আমাদের দেশের গল্প নিয়ে বানানো ফ্যামিলি ফ্রেন্ডলি একটি সিনেমা। আমরা শিশুরা কীভাবে নিরাপদ থাকতে পারে, এমন বার্তাও ছবিতে রেখেছি।”

ছবির পরিচালক এম রাহিম জানান, “প্রথম দিন থেকেই আমরা বলছিলাম, জংলি একটি শক্তিশালী গল্পের সিনেমা। দর্শকদের আগ্রহ ছিল, কিন্তু শো কম ছিল। এখন দর্শকের ভালোবাসায় প্রমাণ হয়েছে, ভালো সিনেমা কখনো হারায় না।”

‘জংলি’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। গল্প লিখেছেন আজাদ খান। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।

Leave a Reply

Your email address will not be published.