জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা আফরান নিশো আবারও বড় পর্দায় ফিরেছেন। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দাগি’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন তিনি এবং ইঙ্গিত দেন যে, তার পরবর্তী প্রজেক্টের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।
সংবাদ সম্মেলনে নিশো বলেন, “সুড়ঙ্গের পর দাগির মাধ্যমে যে নতুন ধারা তৈরি করার চেষ্টা, সেটা দীর্ঘদিনের পরিকল্পনার ফল। যদিও ‘দাগি’র কাজ প্রায় এক বছর ধরে হয়েছে, তবে অন্যান্য প্রজেক্ট নিয়েও আমাদের ভাবনা ছিল।”
তিনি আরও জানান, “পাইপলাইনে আরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে। ‘সুড়ঙ্গ’ থেকে ‘দাগি’ আসতে দুই বছর সময় লেগেছে, তবে ‘দাগি’ থেকে নতুন কিছু আসতে এতটা দেরি হবে না।”
সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমরা প্রায় প্রস্তুত। শিগগিরই আপনাদের জানাব, কবে এবং কীভাবে আমরা পরবর্তী সিনেমা নিয়ে আসছি। ততদিন আমাদের জন্য দোয়া করবেন, যেন সবাই সুস্থ ও নিরাপদে থাকতে পারি।”
**‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও রয়েছেন সুনেরাহ বিনতে কাম