বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন জানান, দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়। ক্যাপশনে লিখেছেন, ‘যে ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, সত্য সবসময় এক থাকে- দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধুমাত্র তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।’
এরপর বলেন, ‘হয়ত এমন কিছু সিনেমা থাকবে যা অর্থবহ এবং গুরুত্বপূর্ণ, আবার এমন সিনেমাও থাকবে যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণভাবে দর্শকদের উপর নির্ভর করে যে তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।’
মেহজাবীনের কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে তিনি খ্যাতির পিছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন।’
শেষে লিখেছেন, ‘দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।’