দীর্ঘদিন পর দেশে ফিরছেন বেবী নাজনীন

আমেরিকার নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর রবিববার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বহু বছর ধরে নতুন গানে নেই বেবী নাজনীন। তবু শ্রোতাদের অন্তরে ঠিকই আছেন তিনি। শ্রোতাদের মুখে মুখে এখনো তার ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারারাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই’সহ আরও অনেক গানই শোনা যায়।

বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বেবী নাজনীন বাংলাদেশ বেতার, টিভি ও মঞ্চে স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি। একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।