দীর্ঘ এক যুগ পর পর্দায় একসঙ্গে শাকিব-জয়া

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী জয়া আহসান এক যুগ পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন।

রায়হান রাফির পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় তারা অভিনয় করবেন। তবে শাকিবের বিপরীতে জয়া নায়িকা চরিত্রে থাকছেন না, তিনি থাকছেন সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্রে।

এর আগে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। এরপর দীর্ঘদিন তারা আলাদা কাজ করলেও এবার ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে ‘তাণ্ডব’।

এদিকে, জয়া আহসান এই ঈদে ওটিটি মাধ্যমে অভিষেক ঘটিয়েছেন ‘জিম্মি’ সিরিজ দিয়ে, যা নির্মাণ করেছেন আশফাক নিপুন। অন্যদিকে, শাকিব খানও সদ্য মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দীর্ঘ বিরতির পর শাকিব-জয়ার এই পুনর্মিলন দর্শকদের জন্য এক বড় চমক হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published.