দুবাই যাওয়ার শ্রমিক ভিসা পেয়ে আনন্দে আত্মাহারা নিশো ও মেহজাবিন । তাদের খুশিতে আনন্দের হাওয়া লাগে পুরো গ্রামে । তবে এই যাত্রা বাস্তবে না , মহিদুল মহিমের পরিচালনায় ‘ঢাকা টু দুবাই’ নামে একটি নাটকে ।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপা অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’
নিশো আর মেহজাবিন ছাড়াও একটি বিশেষ চরিত্রে আছেন শহিদুল আলম সাচ্চু ।