২০২২ সালে ‘পরান’ সিনেমায় জুটি বাঁধেন ঢালিউডের তারকা অভিনেতা শরিফুল রাজ ও আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবিটি বেশ সাড়া ফেলে। এরপর এই জুটি ‘দামাল’ নামে আরও একটি সিনেমা করে। তবে সেটি সাফল্য পায়নি।
পরপর দুই সিনেমায় জুটি বেঁধে কাজ করে মিম ও রাজের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সিনেমার প্রচার থেকে শুরু করে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। দু’জনের এ সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি রাজের তৎকালীন স্ত্রী পরীমনি। মিম ও রাজের ঘনিষ্ঠতা নিয়ে সে সময় আপত্তিকর মন্তব্যও করেন পরীমনি।
যার সূত্র ধরে রাজ-পরীমনির দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। সে ঘটনার পর থেকেই রাজ-মিমের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর তাদের আর একসঙ্গে কোথাও দেখা যায়নি। সম্প্রতি মিডিয়াপাড়ায় চাউর হয়েছে দূরত্ব ঘুচিয়ে ফের এক হচ্ছেন রাজ-মিম!
বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘দানব’ নামের একটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন এ দুজন। চলতি বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডে হবে এর দৃশ্যধারণের কাজ। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো কথা বলতে রাজি নন। এমনকি আনুষ্ঠানিক কোনো ঘোষণাও আসেনি।
তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এর সত্যতা পাওয়া গেছে। আগামী ঈদকে টার্গেট করেই সিনেমাটি নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে।
প্রসঙ্গত, মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়াও এ অভিনেত্রীর ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। এদিকে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।