দেশের যে ৮৪টি প্রেক্ষাগৃহে চলছে ‘দরদ’

দেশের ৮৪টি প্রেক্ষগৃহে মুক্তি পেল মেগাস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত সিনেমা ‘দরদ’।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন, “সারাদেশের সিনেমাপ্রেমীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিনেমাহলগুলো থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছি। দেশের বাইরেও ‘দরদ’ নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আশা করি, সবাই ছবিটি দারুণ উপভোগ করবেন।”

তিনি আরও জানান, এরই মধ্যে দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে আগাম টিকেট বুকিংয়ের হিড়িক পড়ে গেছে।

রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে আজকের (শুক্রবার) সব টিকেট বুক হয়ে গেছে। বাড়াতে হয়েছে শো।

দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দরদ শুধু দেশেই নয়, মুক্তি পাচ্ছে ২২টি দেশে একযোগে।

এদিকে নিজের ভেরিফাইড ফেসবুকে ৮৪ প্রেক্ষাগৃহের তালিকা দিলেন অনন্য মামুন।

এ সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।

Leave a Reply

Your email address will not be published.