দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো হিন্দি সিনেমা ‘স্ত্রী টু’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত সিনেমার নাম ‘স্ত্রী টু’।

প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র সাফটা চুক্তির আওয়তায় সিনেমাটি আমদানি করেছে। গত ১৫ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পায়। এই ছবির বিনিময়ে ভারতে গেছে ২০২৩ সালের ২৩ জুন ঢাকায় মুক্তি পাওয়া ছবি ‘প্রহেলিকা’।

শুক্রবার (১ নভেম্বর) মুক্তি পাওয়া ছবিটি চলছে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে।

আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, ১ নভেম্বর থেকে বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে। গত সপ্তাহে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় সম্ভব হয়নি, তাই আজ মুক্তি পেল।

১৫ আগস্ট ভারতে মুক্তি পেয়েছিল হরর কমেডি ঘরানার ‘স্ত্রী ২’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। এতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। তারই সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।

সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা অভিনীত ৬০ কোটি রুপির এই ছবি!

অমর কৌশিক পরিচালিত এ সিনেমার গল্পে দেখা যায়, চান্দ্রেই শহরে হঠাৎ আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। ভূত তাড়াতে রাজকুমারকে সহযোগিতার জন্য এগিয়ে আসে শ্রদ্ধা। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত। এগিয়ে যায় ছবি গল্প।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘স্ত্রী ২’ ৮০১ কোটি টাকার উপর ব্যবসা করে এবং ভারতেই ৫৮৬ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র রেকর্ড ভাঙে। ছবির ‘আজ কি রাত’ নামে মধুবন্তী বাগচী গাওয়া একটি গান তুমুলভাবে জনপ্রিয়তা অর্জন করে।