চলচ্চিত্রের সৈয়দ শামসুল হককে নিয়ে গবেষণাকর্ম

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘চলচ্চিত্রের বহুমাত্রিক শাখায় সৈয়দ শামসুল হক ’ শীর্ষক সেমিনার।

সম্প্রতি আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মো. রাসেল রানা দোজা।

এর ওপর আলোচনা করেন গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক বাংলা একাডেমীর মহাপরিচালক ড. মোহাম্মদ আজম , শিল্পসমালোচক ও চলচ্চিত্র শিক্ষক মইনুদ্দীন খালেদ , ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মিডিয়া এন্ড টেলিভিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদাউস এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক লাবিব নাজমুস সাকিব।

আলোচকদের আলোচনায় উঠে আসে সৈয়দ শামসুল হকের সাহিত্যের প্রতিটি শাখায়- গল্প, উপন্যাস, কবিতা, নাটক প্রবন্ধে বিচরণের পাশাপাশি সমানভাবেই চলেছে শক্তিশালী গণমাধ্যম চলচ্চিত্রেও তার অভিযাত্রা। চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ উপাদান- কাহিনি, সংলাপ গীত রচনা, চিত্রনাট্য এবং পরিচালনায় তার সরব উপস্থিতির বিষয়ও এতে উঠে আসে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকগণ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী।

Leave a Reply

Your email address will not be published.