রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে তিনিসহ বঙ্গবন্ধুপ্রেমি আরও কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা ১৪ আগস্ট সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের আয়োজন করেন।
এই আয়োজনে উপস্থিত সবার ওপরে হামলা হয়েছে বলে গণমাধ্যমকে জানান রোকেয়া প্রাচী।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমাদের ওপর হঠাৎ করে অতর্কিত হামলা হয়। আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে প্রচণ্ড মারধর করা হয়।’
কান্না বিজড়িত কণ্ঠে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে টার্গেট করেই এই হামলা হয়েছে। তারা আমার জন্যই এসেছিল। তাদের প্রত্যেককে শিক্ষিত বলে মনে হয়েছে, তারা পরিমার্জিত ভাষায় কথা বলছিল। তাদের আচরণ থেকে, আমার মনে হয়েছে যে তারা সাধারণ অপরাধী নয়।’
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে সবাইকে হুমকি দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচীর সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন।
ধানমন্ডি থানার ওসি ইমরানুল ইসলাম বলেন, রোকেয়া প্রাচীর ওপর হামলা হয়েছে কি না নিশ্চিত নই। তবে জানতে পেরেছি ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের কিছু ছেলে জড়ো হয়েছিল। পরে বিএনপির লোকজন তাদের ধাওয়া দেয়।
এর আগে ১৪ আগস্ট বিকেলে রোকেয়া প্রাচী ফেসবুকে লেখেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস।’