নতুন বছরের শুরুতেই আসছে পরীমণির সিনেমা

আবারও সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমণি। এইতো কয়েকদিন আগেই প্রশংসা কুড়িয়েছেন রঙিলা কিতাবে রং ছড়িয়ে। নতুন বছরেও থাকছে সেই ধারাবাহিকতা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। তাতে তিনি লিখেছেন, আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটা মুক্তির পর দর্শকেরাই বলতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published.