ঢালিউডের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন এবার রাজনীতির ময়দানে পা রাখতে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসা এই অভিনেতা এবার নিজস্ব রাজনৈতিক দল গঠন করছেন।
নতুন দলের নাম ‘বাংলাদেশ জনতার পার্টি’। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন শুরু করেন। দীর্ঘ তিন দশক ধরে তিনি সড়ক নিরাপত্তা বিষয়ক নানা কার্যক্রম, প্রচার ও সরকারি পর্যায়ে নীতিমালার পরামর্শ দিয়ে আসছেন। পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে দেখা গেলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলে যোগ না দিয়ে নিজেই রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিলেন।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র সাড়ে ছয় মাসেই দেশে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা ও সামাজিক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন।
প্রথমবারের মতো সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে নতুন দল নিয়ে তার এই পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন খোরাক যোগ করেছে।