নতুন লুকে অপু বিশ্বাস

 সম্প্রতি এক ফটোশুটে নতুন লুকে দেখা গেল ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাসকে। সোনালি আলোর ব্রাইডাল থিমে লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে অপুকে দেখে মুগ্ধ হয়ে যে কেউ বলবে এ কোন অপু!

শনিবার (৮ মার্চ) রাতে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, নায়িকার পরনে আনারকলি গাউনের সঙ্গে লাল ওড়না। অপুর সাদা এই গাউনটিতে এম্ব্রডারির কাজ যেমন ছিল নজরকাড়া, দোপাট্টা স্কার্ফ হিসেবে লাল ওড়নাও বাড়িয়ে দেয় সৌন্দর্য।

তবে শুধু পোশাকেই চোখ ধাঁধাননি অপু বিশ্বাস! অনেকের নজর আটকেছে নায়িকার অলংকারেও! ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলিতে ছিল সোনালি আবহ।

শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপু বিশাস। ক্যাপশনে লিখেছেন, ‘স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং’।

এরমাধ্যমে নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন, চুপচাপ অর্থাৎ নিঃশব্দে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় ‘স্টাইল’।

ক্যাপশনে অপু এও যোগ করেন, ‘ঈদের বিশেষ কাজ’।