নাচের পোশাক নিয়ে সমালোচনার মুখে সামিরা খান মাহি, বললেন ‘দুটি জামা পরা ছিল, বুঝতে পারেনি কেউ’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার ঈদে খুব বেশি নাটকে দেখা না গেলেও, ইয়ামাহার এক ইভেন্টে অংশ নেওয়া তার একটি নাচের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন।

গত শুক্রবার (১১ এপ্রিল) একটি ইভেন্টে অংশ নিয়ে স্টেজ পারফরম্যান্স করেন মাহি। সেই নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা বিভিন্ন পেজ থেকে শেয়ার হতে থাকে। ভিডিওটি ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড়।

নেটিজেনদের অনেকেই তার পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা, বাস্তবেও তেমন।’ আরেকজনের মন্তব্য, ‘এই ধরনের পোশাক পরে কীভাবে স্টেজে ওঠা যায়?’ অন্য একজন বলেন, ‘এদের মা-বাবার লজ্জা করে না এমন পোশাকে মেয়েকে দেখে?’

এমন সমালোচনার মুখে বিরক্তি প্রকাশ করে মাহি বলেন, “অনেকের মনে হয়েছে আমি বুঝি কিছুই পরিনি। কিন্তু সত্যি বলতে, আমি নাচের কস্টিউমের নিচে আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউমটা ছিল একদম বডি ফিটিং, তাই অনেকের কাছে হয়তো ভিন্নভাবে লেগেছে।”

তিনি আরও জানান, পুরো ইভেন্টে প্রায় এক ঘণ্টা পারফর্ম করেন তিনি। নাচে বিভিন্ন ধরনের মুদ্রা ছিল, কিন্তু সেখান থেকে কিছু নির্দিষ্ট অংশ জুম করে প্রকাশ করায় বিষয়টি খারাপভাবে উপস্থাপিত হয়েছে। মাহির ভাষায়, “এভাবে প্রকাশ করাটা একেবারেই অনুচিত।”

তিনি আরও বলেন, “এই কস্টিউম আমি পেয়েছি মাত্র রিহার্সেলের সময়, তাও মাত্র একদিন আগে। তাই পরিবর্তনের সুযোগই ছিল না।”

এদিকে, সামিরা খান মাহি বর্তমানে একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিংয়ে ব্যস্ত আছেন। ‘থার্সডে নাইট’ নামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।