নাচ ভুলে যাওয়ার ভয়ে আছেন নিশো

বসতে যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের ২৩তম আসর । জমে উঠেছে মহড়ার আমেজ ।

মহড়ায় এসে আফরান নিশো জানান , ‘আমি তো নাচের শিল্পী না। আমার সঙ্গে যাঁরা আছেন, সবাই ভালো নাচতে পারেন। এ জন্য আগেভাগে আমার অংশটা তুলে রাখছি। মূল মহড়ার সময় যাতে সবার সঙ্গে তালটা ভালোভাবে মেলাতে পারি।’ বলে আবারও মহড়া শুরু করলেন নিশো।
তখন প্রায় সন্ধ্যা ছয়টা। এরই মধ্যে মেহজাবীন, তিশা মহড়াকক্ষে চলে এসেছেন। সাবিলা তখনো আসেননি। জানা গেল, কিছুটা অসুস্থ তাই সাবিলার আসতে একটু দেরি হবে।

ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে নিশোরা তিনজন নিজেদের মধ্যে আইটেম নিয়ে আলোচনা করছিলেন। বোঝা যাচ্ছিল তাঁর নাচ নিয়ে কিছুটা ভয়ে আছেন নিশো। মজা করে মেহজাবীন ও তিশাকে নিশো বলছিলেন,‘আমার মনে হয় মঞ্চে উঠে আমি নাচ বেশিবার ভুলে যাব। তোমরা কিন্তু আমাকে হাত ধরে টেনে তুলে নিও। আমাদের আইটেমটা তো এক ফুল তিন মালি। হা হা হা…।’

এ কথা শুনে তিশা কম গেলেন না। হাসতে হাসতে নিশোকে তিশা বললেন, ‘টেনশন নিও না। আমরা আছি না। মালি হিসেবে আমরা খারাপ না কিন্তু।’ উপস্থিত সবার হাসির রোল মহড়াকক্ষে ছড়িয়ে পড়ল।