ছোট পর্দার এখনকার সময়ের পরিচিত মুখ, অভিনেত্রী আইশা খান। নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘স্কুল জীবনে শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করার কারণে কেউ প্রেমের প্রস্তাব দেয়ার সাহস করেনি। তবে জীবন সঙ্গী হিসেবে অভিনেত্রীর পছন্দ নামাজি ছেলে। নিয়মিত নামাজ আদায়ের গুণটা অবশ্যই থাকতে হবে।
‘তাছাড়া ছেলেকে অবশ্যই ভালো ব্যবহার জানতে হবে। কারণ ভালো ব্যবহার-আচারণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন হয়। তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। যিনি সবাইকে সম্মান করতে জানেন।’
লাইফ পার্টনার এখনও খুঁজে না পেলেও, বিয়ের তারিখ ঠিক করে রেখেছেন আইশা। অভিনেত্রী জানালেন, ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি।
তবে সাল সম্পর্কে স্পষ্ট করেননি। তার ভাষায়, ডিসেম্বর মাসে সবাই বিয়ের জন্য বেছে নেয় ১৬, ২৫ এবং ৩১ তারিখকে। তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা ২১ ডিসেম্বর হবে।