নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে: জায়েদ খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খানের স্বর্ণের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

৫ সেকেন্ডের ওই ভিডিওতে সাকিবের চোখে-মুখে চরম বিরক্তির ছাপ দেখা গেছে। যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

ভিডিওটিতে দেখে যতোটা বোঝা যাচ্ছে, সাকিব আল হাসান ও জায়েদ খানের কোনো একটা আলাপের এক পর্যায়ে সাকিব আল হাসান তার হাতে থাকা একটি মোবাইল ফোন সুইমিংপুলে তাচ্ছিল্যের সঙ্গে ফেলে দেন। মাত্রতিরিক্ত বিরক্তর কারণে সাকিব কাজটি করে থাকতে পারেন বলে শারীরিক অভিব্যক্তি বলে দিচ্ছে।

প্রায় সঙ্গে সঙ্গে জায়েদ খানের পুলে ঝাপ দেওয়ার একটি প্রতিক্রিয়াও সেখানে দেখা গেছে। তার প্রতিক্রিয়ায় দেখে যতোটা বোঝা গেছে, পানিতে ফেলে দেওয়া মোবাইল ফোনটি জায়েদ খানের হয়ে থাকতে পারে।

ভিডিওটিতে কারো মুখের কোনো ভাষা নেই। মোবাইল ফোনটি পানিতে পড়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দও নেই এতে। এই ভিডিও’র মাধ্যমে আলোচিত-সমালোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথমবারের মতো এক ফ্রেমে পাওয়া গেছে।

বুধবার (১ মে) নিজের ভেরিফায়েড পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি লিখেন, ‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শিগগির সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।’

জায়েদ খানের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সাকিবের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

খেলার বাইরেও সাকিব আল হাসান সংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জায়েদ খান বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। পরে সমিতি থেকে বহিস্কৃত হন তিনি।

এই দুই তারকা নিজ নিজ ক্ষেত্রে আলোচিত ও নানান কারণে সমালোচিত। ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.