নায়ক জসিম নেই ২৩ বছর

 

‘দেবর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জসিমের আত্মপ্রকাশ। ক্যারিয়ারজুড়ে শোষিত-বঞ্চিত প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে এই নায়ককে দেখা গেছে বড় বেশির ভাগ সিনেমায় আশির দশকে ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয়তা অর্জন করেন নায়ক জসিম। তাঁকে বাংলা চলচ্চিত্রে অ্যাকশনধর্মী সিনেমার পথপ্রদর্শক মনে করা হয়।

প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় পরিচালকদের নজর কাড়ে। পরের বছর ‘রংবাজ’ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তবে, পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে সফলতা পেয়েছিলেন।

নায়ক জসিমের পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। তিনি ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৯৮ সালের আজকের দিনে (৮ অক্টোবর) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান এক সময়ের এই অ্যাকশন হিরো।