mahiya mahi

নায়িকার আবদার বলে কথা!

নায়িকার আবদার বলে কথা। আর তা পরিচালক রাখবেন না, এটা হয় নাকি! সিনে দুনিয়ায় নায়িকাদের সাথে পরিচালকদের রসায়ন যে সর্বজন স্বীকৃত।

জনপ্রিয় নায়িকা মাহি হাওর এলাকায় মোটর সাইকেলে করে ঘোরার খুব ইচ্ছে। তা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। সেখানেই তার ইচ্ছে পূরণের আশ্বাস দিয়েছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

‘আনন্দ অশ্রু’র শুটিংয়ের আয়োজন করলেন কিশোরগঞ্জের নিকলি হাওর এলাকায়। আগামী ১৫ জুলাই থেকে সিনেমাটির গানের শুটিং হবে সেখানে। চলবে সপ্তাহখানেক।

পরিচালক বললেন, ‘আসলে নিকলি হাওর এলাকাটা বেশ সুন্দর। আমাদের সিনেমার নায়ক সাইমনের বাড়ির বেশ কাছে। মাহিরও হাওরে ঘুরার খুব ইচ্ছে। এরকম লোকেশনে শুটিং করলে তার ইচ্ছে পূরণ হলো আবার আমাদের কাজও হলো।’

মাহি-সাইমন পরিচালিত ‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান।

Comment

  • Comments