নিপুণের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ

শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও এর উত্তাপ যেনো কমছেই না । নিপুণের ফাস করে দেয়া জায়েদ খানের স্ক্রিনশট ইস্যুতে এখন তোলপাড় চলচ্চিত্র অঙ্গন। জায়েদ খান কোনো এক উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে ম্যাসেঞ্জারে ষড়যন্ত্রমূলক আলাপ করেছেন, এমন অভিযোগ নায়িকা নিপুণের। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিপুণ কিছু স্ক্রিনশট ফাঁস করেন। সেই সূত্রে অভিযুক্ত করা হয় জায়েদ খানকে। তবে এসব স্ক্রিনশটকে এডিটেড দাবি করেছেন সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মত নির্বাচিত এই অভিনেতা ।

স্ক্রিনশট ইস্যুতে সোমবার সন্ধ্যায় জায়েদ খান সাংবাদিকদের জানান, ‘নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল আইনে মামলা করব। কারণ, ডিজিটাল আইনে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো ছবি, কারো লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রাচার বা মিথ্যা প্রচার চালাতে পারবেন না। আমি মনে করি, যিনি সংবাদ সম্মেলনে স্ক্রিনশটগুলো দেখিয়েছেন, শুধু তিনি না- তার সাথে যারা সহায়ক হিসেবে ছিলেন, সবার নামে আমি একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব।’

চাদরের নিচ দিয়ে টাকা নিয়েছেন এই অভিযোগকে মিথ্যা দাবি করে জায়েদ আরাও জানান ‘টাকা দিয়ে ভোট কিনেছি, এটা একটা মিথ্যে অভিযোগ। আর আমার স্ক্রিনশটটি তিনি যাচাই-বাছাই না করে আমার নাম বলে নিজে পড়ে দেশবাসীর সামনে আমাকে ছোট করেছেন। এটা একটা মানহানিকর কাজ। আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি, তিনি নিপুণের সংবাদ সম্মেলনের ভিডিওটি দেখছেন। তার পরামর্শেই আমরা মামলাটি গুছাচ্ছি। আজকে না হলেও আগামীকাল আমরা মামলাটি করবো’

 

Leave a Reply

Your email address will not be published.