আগামী ২৮জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে দুইটি প্যানেল । কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদের নেতৃত্বে প্যানেল দুটি প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে। ইতোমধ্যে দুই দলে ভিড় করেছেন অনেক তারকা। কেউ প্রার্থী হয়েছেন, কেউ প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন । তবে একদম ভিন্ন পথ অবলম্বন করলেন অনন্ত জলিল । নির্বাচনের সাথে তিনি থাকবেন না বলে সাফ জানিয়ে দিছেন।
একটি স্ট্যাটাসে অনন্ত জলিল বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকবো না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন।
বর্তমানে তার গার্মেন্টস ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। তাই নির্বাচন নিয়ে তার চিন্তা-ভাবনা নেই ।
চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান