নুসরতের আচরণে মুগ্ধ মৌসুমী

সবটাই সিনেমার প্রয়োজনে। তবু বেশ কিছুদিন কলকাতায় কাটালেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। জিৎ চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই ছবিতে তার ছেলে হিসেবে রয়েছেন যশ দাশগুপ্ত এবং বৌমার চরিত্রে নুসরত জাহান।

পর্দায় ছেলের সঙ্গে মৌসুমীর সম্পর্ক একেবারে ‘কুল’। তবে বৌমা নুসরত কতটা নম্বর পেলেন? সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেননি অভিনেত্রী। তবে নুসরত জানিয়েছেন, শাশুড়িমাকে তিনি একশোয় একশো দিয়েছেন মন থেকে।

নুসরতের একটি অভ্যাস বিশেষভাবে ভাল লেগেছে ‘ওগো বধূ সুন্দরী’-র অভিনেত্রীর। শুটিংয়ের সময় ফোন ধরেন না নুসরত। বাড়ি ফিরে যখন সংসারে ব্যস্ত, তখনও ফোন থেকে দূরত্ব বজায় রাখেন। মৌসুমী এই আচরণের যথেষ্ট প্রশংসা করেছেন।

আনন্দবাজারের সঙ্গে কথা বলার সময় অতীতে ফিরে গিয়েছিলেন নুসরত। বললেন, “ছোট থেকেই মৌসুমী চট্টোপাধ্যায়ের নাম শুনে এসেছি। মা-বাবা তার ছবি দেখতেন। কোনও দিন ভাবিনি, তার সঙ্গে কাজের সুযোগ পাব। এই ছবির মাধ্যমে সেই স্বপ্নপূরণ হয়েছে, নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।”

বয়সের ছাপ এবং জীবনের কঠিন অভিজ্ঞতা—এক কন্যাকে হারানোর বেদনা সত্ত্বেও, মৌসুমী কি এখন একটু মেজাজি বা অস্থির? একেবারেই না, জানালেন নুসরত। বরং বললেন, “ভীষণ ছেলেমানুষ। কথা বলার সময় মজা করেন, আবার প্রয়োজনে শাসনও। দুর্দান্ত একজন মানুষ, দারুণ শাশুড়ি। তার সঙ্গে খুনসুটিতেই সময় কেটে যায়।”

তবে ক্যামেরা অন হলেই একেবারে বদলে যেতেন মৌসুমী। অভিনয়ের প্রতি তার গভীর টান স্পষ্ট হয়েছে সেটে। যশের মতোই, মৌসুমীর সঙ্গেও এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চান নুসরত।

Leave a Reply

Your email address will not be published.